প্রকাশিত: Thu, Apr 18, 2024 1:18 PM
আপডেট: Sun, May 19, 2024 6:20 AM

মাইনোরিটির মনোকষ্ট ও ম্যাজোরিটির অসংবেদনশীলতা

মাসুদ রানা : মাইনোরিটির মনের কষ্ট ও কমপ্লেক্স, আশা ও আশঙ্কা, আস্থা ও অনাস্থা ম্যাজোরিটির পক্ষে বুঝতে পারা খুবই কঠিন। বাংলাদেশের মুসলিম ম্যাজোরিটি হিন্দু মাইনোরিটিকে কিংবা ভারতের হিন্দু ম্যাজোরিটি মুসলিম মাইনোরিটিকে তাদের দেশপ্রেমের ব্যাপারে মনের গভীরে একটি সুপ্ত কিংবা জাগ্রত সন্দেহ ধারণ করে। সন্দেহ অমূলক, আমি তা বলছি না। কিন্তু বাস্তবে কি তার প্রাথমিকভাবে পরীক্ষিত দেশপ্রেমী নয়? সুযোগ থাকার পরও ঝুঁকি নিয়ে মাতৃভূমিতে পূর্বপুরুষের ভিটেয় থেকে যাওয়া দেশপ্রেম ছাড়া আর কীসের লক্ষণ হতে পারে? দুঃখের বিষয় যে, ম্যাজোরিটি এ বিষয়টির তাৎপর্য্য বুঝতে চায় না। কারণ, মানুষ প্রধানতঃ নিজের অবস্থান থেকেই সবকিছু দেখতে ও বুঝতে চায় এবং নিজের বুঝাকেই তারা সত্য ও সঠিক মনে করে, যা আসলে সত্য ও সঠিক নাও হতে পারে। লণ্ডন, ইংল্যাণ্ড। ১৬/০৪/২০২৪